Home কলকাতা পশ্চিমবঙ্গে বিনামূল্যে টিকা: মমতা

পশ্চিমবঙ্গে বিনামূল্যে টিকা: মমতা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: পশ্চিমবঙ্গবাসীর কাছে বিনামূল্যে করোনার টিকা পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। সামনের সারির করোনা যোদ্ধাদের নিখরচায় টিকা দেওয়ার কথা জানাতে গিয়ে সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কথা সামনে এনেছেন মুখ্যমন্ত্রী।

আগামী ১৬ জানুয়ারি, শনিবার শুরু হবে করোনার টিকাকরণ। প্রথমে স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের টিকাকরণ হবে বলে জানানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষ কবে এই টিকা পাবেন? তার কত মূল্য হবে? তা নিয়ে নানা প্রশ্ন। এর মাঝেই বিভিন্ন জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজর্ি জানিয়েছেন, তাঁর সরকার রাজ্যবাসীর কাছে বিনামূল্যে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

বিভিন্ন জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের দেওয়া মুখ্যমন্ত্রীর চিঠিতে বলা হয়, সরকারি-বেসরকারি যেসব কর্মী সর্বশক্তি দিয়ে যেভাবে মানুষের সেবা করছেন তার জন্য সেইসব কর্মী ও তাঁদের পরিবারকে কুর্নিশ। রাজ্যে কোভিড ভ্যাকসিন আসতে চলেছে। এরপরই মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।’