বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে নগরীর হোটেল আগ্রাবাদে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘সিএমএসএমই প্রোডাক্টস ফেয়ার-২০২১’। ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত প্রিজম বাংলাদেশ এবং এসএমই ফাউন্ডেশন সহযোগিতায় দি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মেলাটির আয়োজন করছে।
বুধবার (১০ ফেব্রয়ারি) দুপুর ১২ টায় প্রধান অতিথি উইম্যান চেম্বারের সাবেক সভাপতি এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন কামরুন মালেক মেলার উদ্বোধন করেন।
সিতারা রহমানের সঞ্চালনায় উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইন-চার্জ (সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট) আবিদা মোস্তফার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সাবিহা নাহার বেগম, প্রিজম বাংলাদেশের টিম লিডার আলী সাবেত ,পুনাক সিএমপির সহ সভাপতি শিউলী ভৌমিক।
এসময় কামরুন মালেক বলেন, করোনা মহামারিতে সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তারা সব চাইতে বেশি ক্ষতির সম্মুখিন হয়েছেন। কারণ বেশীরভাগ উদ্যোক্তা ছোট ছোট মেলা এবং বিভিন্ন উৎসবে বিক্রয় প্রদর্শনীর উপর নির্ভরশীল। মহামারি শুরু হওয়ার পর থেকে সিএমএসএমই খাতের এই নারী উদ্যোক্তারা কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে না পারায় এই ক্ষতির সম্মুখিন হন।
আবিদা মোস্তফা বলেন, ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের সহযোগিতা দেয়ার জন্য সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে তাদের উৎপাদিত ও উদ্ভাবিত আধুনিক এবং আন্তর্জাতিক মানের রকমারি পণ্যের বিক্রয় প্রদর্শনী আয়োজন করছি।
মেলায় ছোট-বড় প্রায় ৩০টি স্টল আছে। যেখানে নারী উদ্যোক্তাদেরকে স্বল্প মূল্যে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। মেলার স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ আনুষঙ্গিক ও প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা রেখেছি। বিদ্যুৎ সংযোগের জন্য সার্বক্ষণিকভাবে জেনারেটর স্থাপন করা হয়েছে। সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের এসএমই ব্যাংকসমূহের সাথে সেতুবন্ধন তৈরি করতে এবং প্রাথমিক ঋণ আবেদনে সহায়তা করার জন্য ব্র্যাক ব্যাংক লিমিটেড ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড আমাদের সাথে থাকবে বলে জানান তিনি।
১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় ব্যাংকারদের সাথে ‘মহিলা উদ্যোক্তাদের ওপর কোভিড-১৯ এর প্রভাব: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার
১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের ডিজাইনারদের নিয়ে মুক্ত আলোচনা সভা ‘মহিলা উদ্যোক্তাদের ওপর কোভিড-১৯ এর প্রভাব : ফ্যাশন শিল্পে মহামারী চলাকালীন সময়ে ই-কমার্সের ভূমিকা
১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসব, ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠান, ভ্যালেন্টাইন ডে উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হবে।