অভিযোগ সত্য নয় বলে দাবি নৌকা প্রার্থীর
জয়পুরহাট থেকে সংবাদদাতা: পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান (স্বতন্ত্র) প্রার্থী একরামুল হক চৌধুরী। তবে অভিযোগ অস্বীকার করেন নৌকার প্রার্থী ইব্রাহিম হোসেন।
সংবাদ সম্মেলনে কর্মী-সমর্থকদের হুমকি, মাইক ভাংচুর ছাড়াও গণসংযোগে বাধা দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী।
শনিবার সন্ধ্যায় আওলাই ইউনিয়নের ধলটিকর গ্রামের নিজ বাসভবনে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, প্রশাসন ও সংবাদ কর্মীদের সহযোগীতা কামনা করেন।