Home সারাদেশ সম্পত্তির জন্য ৩দিন বাবার লাশ আটকে রাখে ৫ মেয়ে

সম্পত্তির জন্য ৩দিন বাবার লাশ আটকে রাখে ৫ মেয়ে

বাবার লাশের সামনে ৫ মেয়ে্ ছবি সংগৃহীত

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

পাইকগাছা ( খুলনা ): সম্পত্তির জন্য ৩ দিন ধরে বাবার লাশ দাফন করতে দেয়নি ৫ মেয়ে। খাটিয়ার ওপর পড়ে ছিল বাবার লাশ।  প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে দাফন হয়েছে মরদেহ।

স্থানীয়রা জানান, ঘোষাল গ্রামের শওকত আলী সাকাত গাজী ( ৬৮) মঙ্গলবার ভোর ৪টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মারা যান। তার এক ছেলে ও পাঁচ মেয়ে। জীবদ্দশায় তিনি সব জমি ছেলের নামে দিয়ে গেছেন। কিন্তু মেয়েদের দাবি পিতা তাদের হক নষ্ট করেছেন। তাদের ন্যায্য পাওনার বিষয়টি নিষ্পত্তি হলে তবে লাশ দাফন হবে, তার আগে নয়। মৃতের বাড়িতেস্থানীয় ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন গেলে মেয়েরা তার কাছে এ কথা জানান।  এতে বেলাল হোসেন ফিরে যান।  এ অবস্থায় বৃহস্পতিবার পর্যন্ত বাড়ির উঠানে মৃতদেহ পড়ে থাকে।

সাকাত গাজীর লাশ বাড়িতে এনে গোসলের জন্য নেয়া হলে সেখানে বৃদ্ধাঙ্গুলে কালির ছাপ দেখে জমিজমি ছেলের নামে লিখে দেয়ার বিষয়টি আঁচ করে মেয়েরা লাশ দাফনে বাঁধা দেন।  এ সময় ছেলে মামুন গাজী গা ঢাকা দেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বিষয়টি জানতে পেরে থানার ওসিকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, যাতে মেয়েরা সম্পত্তি ফিরে পান সে ব্যাপারে আইনানুগ সহায়তার আশ্বাস দিলে বাবার লাশ দাফনে সম্মতি দেন মেয়েরা।  ৩ দিন পর পুলিশ, স্থানীয় লোকজনদের উপস্থিতিতে শওকত আলী সাকাত গাজীর জানাযা ও লাশ দাফন হয়।