Home সারাদেশ পাইকগাছায় আদালতে পেট্রোল বোমা নিক্ষেপ

পাইকগাছায় আদালতে পেট্রোল বোমা নিক্ষেপ

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: বুধবার ভোররাতে পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এজলাস কক্ষের জানালা দিয়ে এ পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

স্থানীয়দের ধারণা: কাচ ভেংগে জানালার ফাঁক দিয়ে পেট্রোল বোমা ও দাহ্য জাতীয় পদার্থ দিয়ে অগ্নিকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। এতে এজলাসের ভিতরে থাকা সোফা ও আসামীর কাঠগড়ায় আগুন লাগে। পথচারী ও কোর্ট পুলিশ পোড়া গন্ধ এবং ধোয়া দেখে বিষয়টি জানতে পারেন। পরে তারা কোর্টের স্টাফদের ডেকে এজলাসের দরজা খুলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোমার আগুনে আসামির কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে গেছে।  খুলনা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী পুলিশ সুপার, এসিল্যান্ড, থানার অফিসার ইনচার্জ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, নাশকতাকারীরা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।