বিজনেসটুডে২৪ ডেস্ক
ইন্দোনেশিয়ায় এক মহিলাকে জ্যান্ত গিলে খেল ২২ ফুট লম্বা পাইথন ! সম্প্রতি একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। তাতে পরিষ্কার দেখা যায় যে, মৃত সাপটির চামড়া যখন কাটা হচ্ছে, তখন তার পেটের ভিতরে তখনও আস্ত রয়েছে সেই মহিলার মৃতদেহটি।
পুলিশ ইন্দোনেশিয়ার এক সংবাদমাধ্যমে জানিয়েছে যে, সেই মৃত মহিলার নাম জাহরাহ। জাম্বি প্রদেশে তাঁর বাড়ি। পাশেই জঙ্গল থেকে তিনি রাবার সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেননি। এরপরই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। জানা গেছে, গত শুক্রবার জাহরা রাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
পুলিশ আরও জানায় যে, জাহরাহর স্বামী তাঁর খোঁজে আশেপাশের এলাকায় অনেকক্ষণ তল্লাশি চালিয়েছেন। কিন্তু শুধুমাত্র স্ত্রীর জুতো, জ্যাকেট, হেডস্কার্ফ এবং ছুরি পেয়েছিলেন। এর থেকে বেশি কিছুই আর দেখতে পাননি তিনি। তখনই তাঁর সন্দেহ হয় যে, নিশ্চয়ই স্ত্রীর কোনও বিপদ হয়েছে। এরপরই স্ত্রীর খোঁজে জঙ্গলের ভিতর ঢুকে দেখেন একটি বিশাল আকারের পাইথন সেখানে পড়ে রয়েছে। আর প্রাণীটির পেট অত্যাধিক ফুলে আছে।
এরপর ফিরে গিয়ে গ্রামবাসীদের সে কথা জানান তিনি। খবর পেয়ে স্থানীয়রা এসো পাইথনটিকে কাটতেই দেখেন, ভিতরে জাহরাহর অপাচ্য দেহাবশেষ রয়ে গেছে। সাপটির পেটের অংশ কেটে তারপর দেহটি বের করে আনা হয়। মনে করা হচ্ছে, সাপটি জাহরাহকে গিলে ফেলার আগে তাঁকে গোটা শরীর দিয়ে পেচিয়ে ফেলেছিল। তারপরই তাঁকে জ্যান্ত পেটে পুরে নেয়।