Home Second Lead পাকিস্তানি সিনেমা মুক্তি পাচ্ছে চিনে

পাকিস্তানি সিনেমা মুক্তি পাচ্ছে চিনে

 

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রায় ৪০ বছর পর চিনের সিনেমা হলে মুক্তি পেতে চলেছে পাকিস্তানি ছবি।

আগামী ১৩ নভেম্বর চিনের সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘পারওয়াজ হ্যায় জুনুন

২০১৮ সালে পাকিস্তানে মুক্তি পেয়েছিল  সিনেমা ‘পারওয়াজ হ্যায় জুনুন’ । পাকিস্তানের বক্স অফিসে রীতিমতো হিট হামজা আলি আব্বাসি, আহাদ রাজা মীর ও হানিয়া আমিরের অভিনীত এই ছবি।

হাসিব হাসানের তৈরি এই সিনেমার প্লট এক পাকিস্তানি বায়ুসেনা অফিসারকে নিয়ে। যিনি জেএফ-১৭ ফাইটার জেট ওড়ানোর স্বপ্ন দেখেন। পাকিস্তানি বায়ুসেনার জেএফ-১৭ ফাইটার জেট চিনের তৈরি।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার আবহেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে ফের চাঙ্গা করে তুলছে চিন।  ভারতকে চাপে রাখার জন্য চিনের কৌশলই হল পাকিস্তানকে কেন্দ্র করে এই সাম্প্রতিক তৎপরতা।

ভারতের উদ্বেগ বাড়িয়ে গত বছর পাকিস্তানি নৌবাহিনীর হাতে যুদ্ধজাহাজ বিধ্বংসী আধুনিক ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ তুলে দিয়েছে চিন। ভারতীয় নৌসেনার হাতে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র আসার পর থেকে সমুদ্রে পাকিস্তানের উপর ভারতীয় নৌসেনার যে আধিপত্য তৈরি হয়েছিল, তার মোকাবিলা করতেই ব্রাহ্মসের প্রায় কাছাকাছি ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পাকিস্তানকে দিয়েছিল চিন।