বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের সংগৃহীত রাফাল- এর বিপরীতে পাকিস্তানও সংগ্রহ করেছে চিনা জে-১০সি ফাইটার জেটের পুরো স্কোয়াড্রন। আগামী মার্চে পাকিস্তান দিবসে এই যুদ্ধ বিমানের প্রদর্শনী করা হবে।
ভারত ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কিনেছে ফ্রান্স থেকে। এগুলো পৌঁছতে শুরু করেছে। পাকিস্তানও তাই শক্তি বাড়াতে চিনা ফাইটার জেট সংগ্রহ করেছে। পাকিস্তানি অভ্য়ন্তরীণমন্ত্রী শেখ রশিদ আহমেদ রাওয়ালপিন্ডিতে জানিয়েছেন, তাদের জে-১০সি ফাইটার জেটের প্রদর্শনী করা হবে ২৩ মার্চ পাকিস্তান দিবসে।
গত বছর পাকিস্তান-চিন যৌথ মহড়ায় পাকিস্তানি সমর বিশেষজ্ঞরা প্রথম জে-১০সি যুদ্ধবিমান সামনাসামনি ভাল করে দেখার সুযোগ পান। পাকিস্তানে হওয়া মহড়া চলেছিল প্রায় ২০ দিন। চিন সেখানে জে-১০সি, জে-১১বি জেট, কেজে-৫০০ আর্লি ওয়ার্নিং এয়ারক্র্যাফট, ওয়াই-৮ ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্র্যাফ্ট পাঠিয়েছিল। পাকিস্তান পাঠিয়েছিল জেএফ-১৭, মিরাজ-থ্রি ফাইটার জেট।
পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধবিমান আছে,যা যথেষ্ট রাফালের সঙ্গে পাল্লা দিতে পারে। কিন্তু ভারত ফ্রান্সের রাফাল কেনার পর থেকেই পাকিস্তান বহুমুখী উদ্দেশ্য পূরণে সক্ষম সব পরিস্থিতিতে কাজে লাগার মতো নতুন জেটবিমান কেনার কথা ভাবা শুরু করে।