Home অন্যান্য পাকিস্তানের সাংসদ পর্ন ভিডিওতে!

পাকিস্তানের সাংসদ পর্ন ভিডিওতে!

সানিয়া আশিক জুবিন

বিজনেসটুডে২৪ ডেস্ক

পাকিস্তানের রাজনীতিতে বেশ চেনা মুখ সানিয়া আশিক জুবিন। কিন্তু রাজনীতি নয়, তিনি এখন শিরোনামে অন্য কারণে। আর শুধু পাকিস্তান নয়, সারা দুনিয়ার কাছেই এখন হঠাৎ করে পরিচিতি হয়ে উঠেছেন সানিয়া। নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তাঁর অশ্লীল ভিডিও।

২০১৮ সাল থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তক্সিলা কেন্দ্রের বিধায়ক সানিয়া। সম্প্রতি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের এই নেত্রীই সাইবার ক্রাইমের জালে পা দিয়ে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অশ্লীল ভিডিওতে দেখা গেছে তাঁকে।

এই ঘটনায় অভিযোগ দায়ের করার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিন্তু গোটা বিষয়টি সম্পর্কে মুখ খোলেনি তারা। একাধিক পাক সংবাধ্যমের খবর অনুযায়ী, ওই অশ্লীল ভিডিওটি গত মাসেই সানিয়া দেখতে পান। তারপরেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে খবর দেন।

পুলিশের কাছে নিজের বিবৃতিতে সানিয়া জানিয়েছেন, একটি পর্নোগ্রাফি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মনে করছেন ওই ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি পাক-বিধায়ক সানিয়াই বটে। কিন্তু সানিয়া সমস্ত দাবি নস্যাৎ করে দিয়েছেন। এই ঘটনায় তিন সপ্তাহ পরে লাহোর থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তার পরিচয় পুলিশ প্রকাশ করেনি।