বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর থেকে ভারতের লক্ষ্ণৌর উদ্দেশে যাত্রীবাহী বিমানটি যাত্রা শুরু করেছিল।
মঙ্গলবার (০২ মার্চ) পাকিস্তানে করাচি শহরে বিমানটি জরুরি অবতরণ করে।
ওই বিমান সংস্থার এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, বিমানে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। মূলত সে কারণেই বিমানটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি করাচিতে পৌঁছানোর পর বিমানবন্দরের একটি মেডিক্যাল টিম ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করে।
বিবৃতিতে বলা হয়, শারজাহ থেকে লক্ষ্ণৌগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই ১৪১২ বিমানটিতে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় করাচি শহরে অবতরণ করেছে। দুর্ভাগ্যজনক যে, ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। বিমানবন্দরে পৌঁছানোর পর মেডিক্যাল টিম তাকে মৃত্যু ঘোষণা করেছে।