বিজনেসটুডে২৪ ডেস্ক:
চলতি মাসের ১৮ ডিসেম্বর অকল্যান্ডে গড়াবে দু’দলের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর হ্যামিল্টনে এবং শেষ ম্যাচটি গড়াবে নেপিয়ারে ২২ ডিসেম্বর। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে বাবর আজমকে অধিনায়ক করে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। গত সিরিজে বাদ পড়ার পরে আবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন সরফরাজ
পাকিস্তান সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ঘরের মাঠের সেই স্কোয়াড থেকে দুই জন বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। জাফর গোহারের বদলে দলে এসেছেন হুসাইন তালাত। সম্ভাবনাময় এই তরুণ অলরাউন্ডার পাকিস্তানের পক্ষে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাট ও বল হাতে ভালোই করেছেন তিনি তবুও দল থেকে বাদ পড়েছিলেন।
রোববার (৬ ডিসেম্বর) ঘোষিত দলে ফিরেছেন সরফরাজ আহমেদ ও হুসাইন তালাত। বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজে খেলা রোহাইল নাজির ও জাফর গোহার।
১৮ সদস্যের দলে যারা রয়েছেন তারা হলেন-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলী, হ্যারিস রউফ, হুসাইন তালাত, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মুসা খান, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, উসমান কাদির এবং ওয়াহাব রিয়াজ।