Home Second Lead ৬ কোটি ৩২ লাখ টাকা পাগলা মসজিদের সিন্দুকে

৬ কোটি ৩২ লাখ টাকা পাগলা মসজিদের সিন্দুকে

পাগলা মসজিদ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কিশোরগঞ্জ: ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গে‌ছে। এটাই এযাবৎকালে সর্বোচ্চ পাওয়া। এ ছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার দিবাগত রাত সোয়া ১০টায় গণনা শে‌ষে এতথ্য জানা গেছে।

সকাল সাড়ে সাতটায় তা শুরু হয়েছে। দু’শতাধিক ব্যক্তি গণনায় নিয়োজিত ছিলেন। ৩ মাস ২০ দিন পর শনিবার মসজিদের ৯টি সিন্দুক খোলা হয়েছে। সেখানে পাওয়া মুদ্রা  ও গহনা ২৩টি বস্তায় ভর্তি করা হয়েছে। তারপর একটি করে বস্তা খুলে গণনা করা হয়েছে। পাওয়া গেছে বৈদেশিক মু্দ্রা, সোনা ও রূপার গহনা।