Home আইন-আদালত পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

পানছড়ি
পানছড়ি ( খাগড়াছড়ি ) থেকে মিঠুন সাহা: পানছড়িতে বাজার এলাকার ১১টি মামলায় মোটরসাইকেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া আফরোজ।
রবিবার  (২৭ মার্চ ) বিকাল সাড়ে  ৪ টার সময় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা, দোকানের সামনে মূল্য তালিকা না রাখা, সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল এর কাগজ পত্র না থাকাসহ বিবিধ আইনে ১১টি মামলায়  মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেন: পানছড়ি বাজারের সুশৃঙ্খল পরিবেশ রাখা সবার দায়িত্ব ও কর্তব্য। আজ বিভিন্ন দোকানে মূল্য তালিকা না রাখায় এবং সড়ক পরিবহন আইনে  মোটরসাইকেল এর কাগজপত্র না থাকায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন তিনি।