বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা এখন যেন সোনার হরিণ। হন্য হয়ে খোঁজার পরও শয্যা ফাঁকা মিলছে না সরকারি-বেসরকারি কোন হাসপাতালেই। অন্য রোগীর মৃত্যুর অপেক্ষায় থাকতে হচ্ছে অন্য স্বজনকে।
কোভিড রোগীদের আইসিইউ শয্যার জন্য যখন চট্টগ্রামজুড়ে হাহাকার, ঠিক তখনই নতুন করে আরও ১২ শয্যার আইসিইউ কোভিড রোগীদের জন্য বাড়িয়েছে বেসরকারি পার্কভিউ হাসপাতাল।
প্রায় এক কোটির বেশি জনসংখ্যার এই চট্টগ্রাম জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউ বেড আছে মাত্র ১৫৭টি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগে থেকেই হাসপতালটিতে ১২ শয্যার আইসিইউ সেবা পাচ্ছেন রোগীরা। বর্তমানে নতুন করে যোগ হওয়া এ ১২টি নিয়ে ২৪ শয্যার আইসিইউ সেবা নিতে পারবেন কোভিড রোগীরা। এছাড়া ৯০ শয্যার সাধারণ কেবিনেও ইতোমধ্যে কোভিড রোগীদের সেবা দিয়ে যাচ্ছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এটিএম রেজাউল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে এসব শয্যা রোগীও ভর্তি শুরু করা হয়েছে। কোভিড মহামারি শুরুর পর থেকেই পার্কভিউ প্রথম চট্টগ্রামে করোনা রোগীদের সেবা দেয়া শুরু করেছি। কিন্তু দিনদিন এ মহামারি আরও আগ্রাসী হচ্ছে। গেল কয়েকদিন ধরে চট্টগ্রাম জুড়ে আইসিইউ এর জন্য রোগীরা হাসপাতালে ছোটাছুটি করছে। তাই বিষয়টি নজরে দিয়ে সাধারণ রোগীদের জন্য রাখা ১২ টি আইসিইউ শয্যাও কোভিড রোগী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়। সকাল থেকেই রোগী ভর্তি শুরু করা হয়েছে।