বিজনেসটুডে২৪ প্রতিনিধি
যশোর: ভারত থেকে আতাফলের চালানে এল বিলাতি গাব (পার্সিমন)। মিথ্যা ঘোষণায় আমদানি করা এই ফলের চালানটি বুধবার রাতে কাস্টমস আটক করেছে। বেনাপোল বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে চালানটি ছিল। আমদানিকারক এবং সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা হয়েছে।
শুল্ক কর্মকর্তারা জানান, আতাফলের চেয়ে পার্সিমনের আমদানি শুল্ক অধিক। তা ফাঁকি দিতে আতাফলের ঘোষণায় দামি ফলের চালানটি আমদানি হয়েছে। আমদানি করেছে প্রভা এন্টারপ্রাইজ। আর সিএন্ডএফ এজেন্ট আমেনা এন্টারপ্রাইজ।
পার্সিমন জাপানের জাতীয় ফল হিসেবে স্বীকৃত। তবে, ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে ফলে পারসিমন। হিন্দিতে তেন্ডু নামে পরিচিত। অনেকটা টমেটো আকারের বৃত্তাকার বীজশূন্য ফলটি উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ।
পার্সিমনের উৎপত্তি চায়নাতে। তবে, কোরীয় উপদ্বীপ ছাড়িয়ে চলে গেছে ইউরোপ ও আমেরিকাতে। ভিটামিন এ, বি এবং সি’তে ভরপুর এই ফল। রয়েছে এন্টি অক্সিডেন্ট এবং পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও কপারসহ একাধিক খনিজ লবণ। মানুষের শরীরের জন্য উপকারী পার্সিমনের অসংখ্য গুণাগুণ থাকলেও এতে থাকা পেকটিন রক্তচাপ এবং বস্নাড সুগার নিয়ন্ত্রণে অনন্য।