Home Second Lead চিনা পণ্যে ১২৫% নয়, ১৪৫% শুল্ক ডোনাল্ড ট্রাম্পের

চিনা পণ্যে ১২৫% নয়, ১৪৫% শুল্ক ডোনাল্ড ট্রাম্পের

বিজনেসটুডে২৪ ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টা আগেই চিনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করেছেন। চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে  জানা যায়, আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১২৫ শতাংশ নয়, ১৪৫ শতাংশ হয়েছে। হোয়াইট হাউসেকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম ‘সিএনবিসি’। ১২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি পেয়ে কেন ১৪৫ শতাংশ হল, সেই ব্যাখ্যাও দিয়েছেন হোয়াইট হাউসের ওই কর্মকর্তা। তাঁর ব্যাখ্যায়, ট্রাম্পের নতুন ঘোষণায় চিনা পণ্যের উপর শুল্ক ৮৪ শতাংশ থেকে বৃদ্ধি করে ১২৫ শতাংশ করা হয়েছে। তবে নিষিদ্ধ ওষুধ ফেন্টানাইল সংক্রান্ত বিতর্কে চিনের উপর আরও ২০ শতাংশ শুল্ক আগে থেকেই ধার্য্য রয়েছে। ওই ২০ শতাংশ শুল্কের সঙ্গে বর্ধিত ১২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। ফলে চিনা পণ্যে মোট শুল্কের পরিমাণ হবে ১৪৫ শতাংশ।

হোয়াইট হাউসের কর্মকর্তার দাবি, ট্রাম্প বুধবার যে বর্ধিত শুল্কের কথা ঘোষণা করেছেন, তা ৮৪ শতাংশের উপর বৃদ্ধি পেয়ে ১২৫ শতাংশ। ফেন্টানাইল সংক্রান্ত শুল্ক তাতে যুক্ত ছিল না।

ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় ফেরার পর থেকে চিনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তলানির দিকে। দু’দেশের শুল্ক সংঘাতের আবহে তা আরও বৃদ্ধি পেয়েছে।