বিজনেসটুডে২৪ ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি শুক্রবার বললেন, মুখে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু বাস্তবে কেউ আমাদের রক্ষায় এগিয়ে আসলো না। মাতৃভূমি রক্ষায় আমরা একাই লড়ছি। জেলিনস্কির কথায়, “শেষপর্যন্ত আমাদের একাই যুদ্ধ করতে হচ্ছে। আমাদের পাশে থেকে কে লড়াই করবে? আমি তো কাউকেই দেখছি না।”
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করেছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও আরও নানা দেশ। কিন্তু তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। ইউক্রেনের রাজধানী কিয়েভের আরও কাছে এগিয়ে এসেছে রুশ সেনা।
আমেরিকা বলেছিল, তারা অস্ত্রশস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে। কিন্তু জেলিনস্কির কথায় স্পষ্ট, তিনি কারও সাহায্যের ওপরে ভরসা করতে পারছেন না।
জেলিনস্কি বলেছেন, যাই ঘটুক, তিনি রাজধানী কিয়েভ ছেড়ে যাবেন না। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “শত্রুর কাছে আমিই একনম্বর টার্গেট। দু’নম্বর টার্গেট হল আমার পরিবার।”
শুক্রবার প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বৃষ্টির মতো’ ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হচ্ছে কিয়েভের ওপরে। রাশিয়া জানিয়েছে, বৃহস্পতিবারই ইউক্রেনের ৮৩ টি সেনা ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যুদ্ধের প্রথমদিনেই ইউক্রেনের ওপরে হামলা চালানো হয়েছে মোট ২০৩ বার।
কয়েকমাস ধরেই ইউক্রেন সীমান্তে উত্তেজনা । উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছিল, বেলারুশ ও ইউক্রেন সীমান্তে বিপুল সেনাসমাবেশ করেছে রাশিয়া। সেই সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ট্যাঙ্ক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র।
পুতিন অবশ্য বেশ কয়েকবার বলেছেন, তিনি যুদ্ধ চান না। রুশ প্রতিরক্ষা মন্ত্রক এমনও বলেছিল, নিছক মহড়ার জন্য সেনা সমাবেশ ঘটানো হয়েছে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল, মহড়া শেষ করে মস্কোয় ফিরে আসছে রুশ সেনা।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিতে পুতিন বলেন, ইউক্রেনে আক্রমণ করার জন্য তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এরপরে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ সেনা।