Home First Lead পি কে হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন: হাইকোর্ট

পি কে হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন: হাইকোর্ট

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার কোন কোন দেশে টাকা রেখেছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এছাড়া তাকে দেশে ফিরিয়ে আনতে রুলের শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

এর আগে, ২০২০ সালের ১৮ নভেম্বর পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রুল জারি করেছিলেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

কলকাতার খবর: পি কে হালদার কাদের সহযোগিতায় ভারতে আধার, ভোটার এবং প্যান কার্ড করিয়েছিলেন তাই নিয়ে রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু প্রশ্ন তুলেছেন, এই ভাবে হাজার হাজার বাংলাদেশি ভুয়া ভোটার ভারতের নির্বাচনে অংশ নেয়। পি কে হালদারের মত একজন চিহ্নিত অপরাধী যদি ভুয়া পরিচয়পত্র বানাতে পারে তাহলে কত বাংলাদেশি না ছদ্ম পরিচয়ে এদেশে আছে। বিজেপি অমিত শাহ’র একটি কথা উদ্ধৃত করে বলছে, বাংলাদেশিদের জামাই আদরে এই রাজ্যে পোষা হয় ভোটের কথা ভেবেই।

ভারতে ২০২৪-এর আবার সাধারণ নির্বাচন। তার আগে এই অনুপ্রবেশ সমস্যা আবার পি কে হালদার প্রসঙ্গে জিইয়ে তোলা হবে নাতো? আর কয়েক ঘণ্টা পর শুনানিতে অবশ্য বোঝা যাবে ঘটনা প্রবাহ কোন দিকে এগোচ্ছে? এক প্রতিষ্ঠিত আইনজীবীর কথায়, পি কে হালদার ল অফ দ্য ল্যান্ড ভেঙেছেন। আগে এদেশের আইনে তাঁর বিচার হবে। পরে প্রত্যর্পণের কথা।