Home অন্যান্য পেছাতে পারে আইপিএল ফাইনাল

পেছাতে পারে আইপিএল ফাইনাল

বিজনেসটুডে২৪ ডেস্ক

টি ২০ বিশ্বকাপ বাতিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রকাশ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের সূচি। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে বসবে এই টুর্নামেন্ট।

আইপিএলের ফাইনাল দু’দিন পিছিয়ে যেতে পারে। ৮ নভেম্বরের জায়গায় তা হতে পারে ১০ নভেম্বর। সূত্রের খবর, ১৪ নভেম্বর দীপাবলী হওয়ায় সেই সপ্তাহেই ফাইনাল রাখতে চাইছে গভর্নিং কাউন্সিল। তাহলে উৎসবের আমেজে ফাইনাল হবে। আর যদি সেরকমের কোনও সিদ্ধান্ত হয়, তাহলে প্রথমবার আইপিএলের ফাইনাল উইকেন্ডে না হয়ে সপ্তাহের মাঝে হবে। কারণ ১০ নভেম্বর মঙ্গলবার। অবশ্য এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটা সমস্যাও রয়েছে। সেটি হল আন্তর্জাতিক সূচি।

আইপিএলের পরেই বিরাটদের অস্ট্রেলিয়া সফর রয়েছে। ৩ ডিসেম্বর থেকে চার টেস্টের সিরিজ শুরু হবে সে দেশে। তার আগে নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বিরাটদের। তাই আইপিএল শেষ হওয়ার পরেই তাঁদের অস্ট্রেলিয়া উড়ে যেতে হবে। সেক্ষেত্রে ফাইনাল দু’দিন পিছিয়ে গেলে সমস্যা হতে পারে। বোর্ড সূত্রে খবর, আইপিএল চলাকালীন অস্ট্রেলিয়া সিরিজে থাকা ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরশাহীতেই থাকবেন। তাঁরা আইপিএলের অংশ না হলেও সে দেশেই প্রস্তুতি নেবেন।

আইপিএলে খেলা বাকি প্লেয়াররা তাঁদের সঙ্গে টুর্নামেন্ট শেষ হলেই যোগ দেবেন। তারপর সবাই মিলে অস্ট্রেলিয়া উড়ে যাবেন।