Home Second Lead পিছিয়ে গেল আইপিএল

পিছিয়ে গেল আইপিএল

দিল্লি: করোনা ভাইরাসের জেরে সংশয় তৈরি হয়েছিল আইপিএল নিয়ে। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ১৫ এপ্রিল পর্যন্ত পিছোচ্ছে আইপিএল।

শুক্রবার আইপিএল পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকে দর্শকশূন্য মাঠে খেলা আয়োজনের নির্দেশ দিয়েছিল ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। পাশাপাশি সুপারিশ করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা সব বিধি মেনে চলতে। ইতিমধ্যে সেই নির্দেশ মেনে আইএসএল ফাইনাল দর্শকশূন্য মাঠে করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। এরপরই চাপ বেড়েছিল বিসিসিআইয়ের উপর। ফলে শনিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই তড়িঘড়ি এই হাইভোল্টেজ টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড।
ক্রীড়ামন্ত্রক সব জাতীয় ফেডারেশনের সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছেও আবেদন জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ মেনে চলতে। ক্রীড়া মন্ত্রকের সচিব রাধেশ্যাম জুলানিয়া বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আমরা সব জাতীয় ফেডারেশন এবং বিসিসিআইকে বলেছি, স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে।’ ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও ট্যুইটার পেজে লিখেছেন, ‘করোনা ভাইরাস নিয়ে অ্যাথলিটদের মধ্যে নানা রকম সংশয় তৈরি হয়েছে। তাঁদের জন্য ক্রীড়ামন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। খেলাধূলায় বাধা নেই। কিন্তু সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ম্যাচগুলি আয়োজন করতে হবে।’

বিজনেসটুডে২৪ ডেস্ক