Home কক্সবাজার পিঠা উৎসব বন্ধের দাবিতে মানববন্ধন

পিঠা উৎসব বন্ধের দাবিতে মানববন্ধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: ঈদগাঁও উপজেলা ছাত্র ও জনতার ব্যানারে আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পিঠা উৎসব বন্ধের দাবিতে শুক্রবার মানববন্ধন করেছে বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ। তাদের আশঙ্কা পিঠা উৎসবের নামে সেখানে অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ পরিচালিত হবে।

বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি শুরু হয়। শেষ হয় বাসস্টেশনে। জুলাই- ২৪ শহীদদের স্মৃতিচারণ ও দোয়া এবং অশ্লীলতা ও অনৈসলামিক কার্যকলাপ পরিত্যাগের দাবিতে এই কর্মসূচি বলে তারা ‍উল্লেখ করেন।

মানববন্ধনশেষে সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৃহত্তর ঈদগাঁওর ধর্মপ্রাণ সাধারণ জনগণ পিঠা উৎসবের নামে কোন ধরনের অনৈসলামিক ও অসামাজিক কার্যকলাপ সহ্য করবে না। জুলাই স্মৃতি চর্চার আড়ালে জুয়াড়ীদের হীন তৎপরতা রুখে দেবে। প্রয়োজনে জনগণ জীবন বাজি রাখবে তবুও অশ্লীলতা হতে দেবে না। আরো বলেন, ইতিপূর্বেও নানা ব্যানারে মেলার নামে মহলবিশেষ ঈদগাঁওতে জন ও ধর্ম বিরোধী কর্মকান্ড পরিচালনার উদ্যোগ নিয়েছিল। এলাকাবাসী ও ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদের মুখে আয়োজকরা তা বন্ধ রাখতে বাধ্য হয়।

ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ আমীনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান আযাদ, উপদেষ্টা হাফেজ শহীদ উল্লাহ মিয়াজী, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, আলেমেদ্বীন প্রভাষক মাওলানা ইউনুছ নজির, বাস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জাহেদ, নতুন অফিস কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান সিরাজী, ইসলামাবাদ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন আযাদ, সাংবাদিক মিজানুর রহমান আযাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঈদগাঁও শাহ ফকির বাজারে আহত কক্সবাজার পলিটেকনিক শিক্ষার্থী শাখাওয়াত হোসেন।

অতীতে ঈদগাঁওতে সার্কাস পুড়ানোর ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা আরো বলেন, মা- বোনদের ইজ্জত রক্ষা ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধে আলেম- ওলামারা ধর্ম প্রিয় এলাকাবাসীকে সাথে নিয়ে অশ্লীলতার বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাবেন।