Home আইন-আদালত পিপলস হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিপলস হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চকবাজারে অবস্থিত পিপলস হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহি ম্যাজিস্ট্রেট আলী হাসান শনিবার ২১ নভেম্বর এই জরিমানা করেন। এসময় চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, প্রয়োজনীয় বিল-ভাউচার না দিয়ে এক রোগীর কাছ থেকে অপরাশেন খরচ বাবদ দেড় লাখ টাকা আদায়সহ আরও বিভিন্ন অভিযোগে পিপলস হাসপাতালকে জরিমানা করা হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সুভাষ চন্দ্র সূত্রধরের উপস্থিতিতে জরিমানা করা হয়েছে।