Home First Lead নিয়ন্ত্রণহারা প্রাইভেট কার, নিহত ৮

নিয়ন্ত্রণহারা প্রাইভেট কার, নিহত ৮

দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পিরোজপুর:পিরোজপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারটি শিশু, দুজন পুরুষ ও দুজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে চার জন একই পরিবারের। এর মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।