Home Second Lead পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিস জারি

পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিস জারি

বিজনেসটুৃডে২৪ প্রতিনিধি

ঢাকা: প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) রেড নোটিস জারি করেছে।

পিকে হালদারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

পুলিশের সহকারী উপমহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে সংস্থাটি এই রেড নোটিস জারি করে।

তিনি জানান, বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস ও সাপোর্টিং এলিমেন্টসসহকারে ইন্টারপোল সদর দপ্তরে আবেদনটি পাঠানো হয়। ইন্টারপোলের একটি বিশেষ কমিটি আমাদের আবেদনের সঙ্গে সংযুক্ত ডকুমেন্টস ও কাগজপত্র পর্যালোচনা করে আবেদনটি অনুমোদন করে।

ইন্টারপোলের কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি সারা বিশ্বে বিভিন্ন দেশে ইন্টারপোলের শাখাগুলোয় প্রেরণ করা হয়েছে এই রেড নোটিস। এটি আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে। তবে প্রয়োজনে আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়াদ নবায়নযোগ্য।

এআইজি সোহেল রানা জানান, রেড নোটিসে পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ২১(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।