- ডিএসই ২০তে ১১টিই বিমা খাতের
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় আবারও বিমা খাত। সোমবার (২৩ নভেম্বর ) লেনদেন হওয়া শীর্ষ ২০-এর মধ্যে ১১ টি হলো বিমা কোম্পানি।
কিছুদিন আগেও শেয়ারবাজারে লেনদেনে একচেটিয়া আধিপত্য ছিল বিমা খাতের। বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়ে এই খাতের দিকে। তা একটানা অব্যাহত থাকার পর বাজার কিছুটা সংশোধন হয়। এ সময়ে একটি পর একটি আইপিও আসায় তার ধাক্বা লাগে গোটা বাজারে। সোমবার রবি’র আইপিও আবেদনের ছিল শেষদিন। এ অবস্থার মধ্যে রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে বিমা খাত ঘুরে দাঁড়াতে শুরু করে। সোমবার আবারও ফিরে পেয়েছে লেনদেনে আধিপত্য। অন্যসব খাত তাতে পেছনে পড়ে গেছে।
সোমবার লেনদেন হওয়া শীর্ষ ২০-এর মধ্যে শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মা। তবে দু’টিই রবিবারের তুলনায় দর হারিয়েছে। শীর্ষ ২০ এ থাকা বিমা খাতের ১১ টি কোম্পানির সব কটির দর বেড়েছে। এগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন, নিটোল, এশিয়া, প্রভাতী, নর্দার্ন, পাইওনিয়ার, এশিয়া-প্যাসিফিক, বাংলাদেশ ন্যাশনাল, ইসলামিক , গ্লোবাল এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স।
নিটোল ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১০ শতাংশ। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ৯.৮৯ শতাংশ। এ ছাড়া, ফিনিক্স ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল, গ্লোবাল, প্রাইম, রূপালী, , ঢাকা, কর্ণফুলী, পূরবী, সিটি জেনারেল ইন্সুরেন্স রয়েছে দর বাড়ার শীর্ষে। দর বৃদ্ধির শীর্ষে থাকা ১২টিই হলো বিমা খাতের।
বিনিয়োগকারীদের বিমা খাতের প্রতি অধিকতর আগ্রহের কারণ হিসেবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতে অধিকাংশ কোম্পানির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেই তুলনায় বিমা খাতের অবস্থা ভাল। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি বাদে সবক’টি আগের বছরের তুলনায় শেয়ার প্রতি আয় ( ইপিএস ) ভাল দেখিয়েছে। ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণার সময় ও এগিয়ে আসছে। তাই বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় এ খাতটির প্রাধান্য বলে বাজার সংশ্লিষ্টদের ধারণা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার মোট ৩৪৩ টি কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে। এগুলোর মধ্যে ১৩৪টির দাম বেড়েছে। কমেছে ১২৮টির দর। ৮১টির দর রয়েছে অপরিবর্তিত।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৭ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি এক লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।