Home First Lead পুঁজিবাজার: দরবৃদ্ধির শীর্ষে বিমা কোম্পানি

পুঁজিবাজার: দরবৃদ্ধির শীর্ষে বিমা কোম্পানি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: রবিবার (২৯ নভেম্বর ) সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ছিল বিমা কোম্পানিগুলো।

দর বৃদ্ধির একেবারে শীর্ষে উঠে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। দর বেড়েছে ৫.৩০ টাকা বা ১০ শতাংশ। সর্বশেষ ৫৮.৩০ টাকা দরে লেনদেন হয়।

এদিন কোম্পানিটি ৫৩৯ বারে ৬ লাখ ৩৭ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৭ লাখ টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। দর বেড়েছে ৬.৫০ টাকা বা ৯.৯৮ শতাংশ। সর্বশেষ ৭১.৬০ টাকা দরে লেনদেন  হয়েছে।

দরবৃদ্ধির তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৯.৯৮ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জনতা ইন্স্যুরেন্স ৯.৯৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স ৯.৮৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ৯.৮৭ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ৮.৪৩ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৮.০৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৭.৫৮ শতাংশ ও বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড ৫.৯৬ শতাংশ।