বিজনেসটুডে২৪ ডেস্ক:
সাড়ে তিন বছর পর সৌদি-কাতার বিমান চলাচল শুরু হচ্ছে। সোমবার (১১ জানুয়ারি) সৌদি আরব এবং কাতারের মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চলাচল শুরু হবে।
টুইট বার্তায় সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা জানায়, রিয়াদ এবং জেদ্দা থেকে দোহায় বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। সপ্তাহে চারটি ফ্লাইট রিয়াদ থেকে এবং তিনটি ফ্লাইট জেদ্দা থেকে দোহার উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ফ্লাইট রিয়াদ থেকে দোহায় যাবে সোমবার।
কাতার এয়ারওয়েজ জানায়, সৌদি আকাশসীমা ব্যবহার করে প্রতিষ্ঠানটি তাদের ফ্লাইট চালানো শুরু করেছে।
সৌদি আরব জানায়, কাতারের সঙ্গে স্থল, জল এবং আকাশপথ উন্মুক্ত করতে একমত হয়েছে তারা।
২০১৭ সালে কাতারের উপর আরোপ করা অবরোধ প্রত্যাহারের পরই এ ঘোষণা দেয় রিয়াদ।