Home অন্যান্য পুনেতে তৈরি হচ্ছে কোভিশিল্ড: পুনাওয়ালা

পুনেতে তৈরি হচ্ছে কোভিশিল্ড: পুনাওয়ালা


বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নয়াদিল্লি: ভ্যাকসিন আকালের আবহে সুখবর দিলেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। 
রবিবার সিরাম ইনস্টিটিউটের কর্ণধার বলেন, পুনেতে দ্রুত তৈরি হচ্ছে কোভিশিল্ড।
বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতে পুনাওয়ালা লন্ডনে রয়েছেন। কিন্তু নানা মহল থেকে অভিযোগ উঠেছিল যে, ভ্যাকসিনের জোগান না দিতে পেরেই তিনি লন্ডনে পালিয়ে গিয়েছেন। তবে তিনি যে পালিয়ে যাননি এবং ভ্যাকসিন তৈরির কাজ দ্রুতগুতিতে চলছে, তা এদিন স্পষ্ট করেন। 
তিনি বলেন, লন্ডনে সংস্থার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে তাঁর সুষ্ঠু বৈঠক হয়েছে। কয়েকদিনের মধ্যেই তিনি ভারতে ফিরে আসবেন। 
তিনি ট্যুইটে লিখেন, ‘ব্রিটেনে সকল সহযোগী এবং স্টেকহোল্ডারদের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। পুনেতে কোভিশিল্ডের উৎপাদন দ্রুতগতিতেই হচ্ছে।’
ভ্যাকসিনের ঘাটতির জন্য যেভাবে পুনাওয়ালার উপর দায় চাপানো হচ্ছিল, তা নিয়ে আত্মপক্ষ সমর্থন করেন তিনি।
 তিনি আর বলেন, ‘আমি দেশে এই পরিস্থিতিতে ফিরতে চাইনি বলে বেশ কয়েকদিন ধরে এখানে (ব্রিটেনে) থেকে যাই। ফিরে গেলে আমার উপরই সব দায় চাপানো হতো। কিন্তু একা আমি তো এই পরিস্থিতির সামাল দিতে পারব না। আমার কাজ আমাকে করে যেতে হবে। কিন্তু ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ওষুধ ব্যবসায়ীদের পক্ষে কাজ করা দায় হয়ে পড়ছে।  বলেন, দ্রুত ভ্যাকসিন সরবরাহের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতা ও ‘ক্ষমতাশালী ব্যক্তিত্ব’ তাঁকে হুমকি দিচ্ছেন। এমনকী ভারতে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে নানা সমস্যার কথাও উল্লেখ করেন তিনি। 
ইঙ্গিত দেন যে, ব্রিটেনে নয়া কোনও ইউনিট তৈরি করে সেখানেও কোভিশিল্ড তৈরি হতে পারে।
কাদের কাছ থেকে তিনি হুমকি পেয়েছেন, সেই প্রশ্নের উত্তরে পুনাওয়ালা জানান, ভারতে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রী, শিল্পপতিদের কাছ থেকে ওই হুমকি এসেছে।