বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে শক্তিশালী করে পুনর্গঠন করা হয়েছে।
যুগ্মসচিব পর্যায়ের একজনকে কমিটির নেতৃত্বে আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে চার সদস্যের নতুন কমিটির কথা জানানো হয়। এতে চট্রগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি হিসেবে থাকবেন, যাকে মনোনীত করবেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার। পুলিশ বিভাগের পক্ষ থেকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মনোনীত একজন কমিটিতে থাকবেন।
এছাড়া কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলিকে সদস্য করা হয়েছে। যাকে আগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছিল। কমিটির অন্য দুই সদস্য হিসাবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডারের প্রতিনিধিকে যুক্ত করা হয়েছিল।
নতুন কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি সরেজমিনে তদন্ত করে ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মতামত দেবে।