বিজনেসটুুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আবারও যেন দরপতনের ধারায় পুুঁজিবাজার। সোমবার লেনদেন হওয়া শেয়ারের ৮৫ শতাংশের দরপতন হয়েছে। প্রধান মূল্যসূচক কমেছে ৪৯ পয়েন্ট। কমে গেছে লেনদেনও।
পাচার করা টাকা দেশে ফেরতের মাধ্যমে পুঁজিবাজার চাঙ্গা হবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এমন বক্তব্যের পর টানা সাত কার্যদিবসের দরপতনের ধারা কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত ছিল গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসে। সাতদিনে ১৩৬ পয়েন্ট হারানোর পর গত বুধ ও বৃহস্পতিবার দুদিনেই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট ফিরে পেয়েছিল। বিনিয়োগকারীরা তাতে বেশ আশান্বিত হন। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দুদিনে ফের দরপতনের ধারায় পুঁজিবাজার।
সোমবার লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৪৯টি এবং শেষ পর্যন্ত ১৭২টি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে কেনাবেচা হয়, যেখানে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয় মাত্র একটি।
সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে কেনাবেচা হওয়ায় সিংহভাগ শেয়ার ক্রেতাশূন্য ছিল। লেনদেনের পুরো সময়ে ৪৯টি শেয়ার রবিবারের তুলনায় কম দরে কেনাবেচা হয়। আরও ৬৬ কোম্পানির শেয়ার লেনদেনের মধ্যে সর্বোচ্চ আগের দিনের ক্লোজিং প্রাইসে কেনাবেচা হয়েছিল।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কোনো সুবিধা না থাকায় বিনিয়োগকারীদের হতাশা থেকে দরপতন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে টাকার বিপরীতে ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিদেশিদের শেয়ার বিক্রি বড় পতনের উল্লেখযোগ্য কারণ বলে নিয়ন্ত্রক সংস্থা সূত্রে জানা গেছে। বিদেশিরা বড় মূলধনী কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে থাকায় সূচকে নেতিবাচক প্রভাব ফেলছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনের লেনদেনে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণই বেশি। সাম্প্রতিক অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকটও ব্যাপক। কোনো শেয়ার দুদিন বাড়লে তারপর আর শেয়ার ধরে রেখে ঝুঁকি বাড়াতে চান না অনেক বিনিয়োগকারী। কিছুটা মুনাফা পেলে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। তাছাড়া যাদের আগ্রাসী ক্রয়ে শেয়ারদর বৃদ্ধি পায়, সে ধরনের বিনিয়োগকারীদের বিনিয়োগ কম। বরং কিছু অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রির চাপ আছে। এটাও দরপতনের একটা কারণ হতে পারে।
দর কমার সার্কিট ব্রেকার ২ শতাংশে বেঁধে দেওয়ার কারণে কোনো শেয়ারের দর একদিনে ২ শতাংশের বেশি কমার সুযোগ নেই। এ কারণে কোনো খাতেই সার্বিক দরপতন নির্দিষ্ট দিনে ২ শতাংশ ছাড়ানোর সুযোগ নেই। এ অবস্থায় সোমবার ২০ খাতের মধ্যে ১০টিরই গড়ে ১ থেকে দেড় শতাংশ পর্যন্ত দরপতন হয়েছে। সর্বাধিক ১ দশমিক ৫৯ শতাংশ দরপতন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতের। এর বাইরে আর্থিক প্রতিষ্ঠান, বীমা, প্রকৌশল, বস্ত্র, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য, সেবা ও নির্মাণ এবং কাগজ ও প্রকাশনা খাতের সার্বিক দরপতনের হার ছিল ১ শতাংশের বেশি।
ডিএসইতে সোমবার ৮২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটের এ লেনদেনের মধ্যে ব্যাংকের শেয়ারই লেনদেন হয়েছে প্রায় ১০২ কোটি টাকার। এর বাইরে পাবলিক মার্কেটে ৬৬১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। একক কোম্পানি হিসেবে ৬৫ কোটি টাকার লেনদেন নিয়ে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড।