বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজামণ্ডপে এক সঙ্গে বিশ জনের বেশি অবস্থান করা যাবে না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একই সাথে কোনো থিম বা ডিজে অনুষ্ঠানের আয়োজনও করা যাবে না।
রবিবার (১১ অক্টোবর) সিএমপির প্রধান কার্যালয়ে মতবিনিময়কালে এই কথা জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সালেহ মোহাম্মদ তানভীর বলেন, বিরাজমান করোনা পরিস্থিতি বিবেবচনা করে এবার পুজা মণ্ডপগুলোতে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। দর্শনার্থীদের কাছে মাস্ক না থাকলে সরবরাহ করতে হবে। স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করতে হবে। প্রসাদ তৈরি ও বিতরণ সীমিত পর্যায়ে করা এবং প্রতিমা তৈরির সময় পূজামণ্ডপগুলোতে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, প্রত্যেক পূজামণ্ডপে ব্যবস্থাপনা কমিটি কর্তৃক সার্বক্ষণিক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক মোতায়েন রাখতে হবে।