Home অন্যান্য পূজায় বাড়তি আনন্দ বউ মেলা

পূজায় বাড়তি আনন্দ বউ মেলা

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

বগুড়া:এই মেলায় পুরুষ প্রবেশ নিষেধ। শত বছরের ঐতিহ্য ধরে রেখে করোনাকালেও ধুনট উপজেলায় আয়োজিত হল ‘বউ মেলা’। শতাব্দী প্রাচীন এই মেলায় মেয়েদের সাজসজ্জা ও গৃহস্থলির জিনিসপত্র মেলে। আর মেলায় ক্রেতা হিসাবে কোনও পুরুষের প্রবেশ নিষেধ।

প্রতি বছর বিজয়া দশমীতে উপজেলার সরকারপাড়ায় আয়োজিত হয় বউ মেলা। আড়ম্বরহীন এই মেলার আয়োজক হিন্দুরা হলেও সমস্ত ধর্মের নারীরা আসেন কেনাকাটা করতে। যার ফলে জমজমাট হয়ে ওঠে একদিনের এই মেলা।

মেলায় আসা এক নারী জানান, শতবর্ষ প্রাচীন এই মেলা এখানকার ঐতিহ্য বহন করে আসছে। এই মেলায় শুধুমাত্র মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। তাই পুরুষদের প্রবেশ নিষেধ এই মেলায়। ক্রেতা হিসাবে কোনও পুরুষ প্রবেশ করতে পারেন না এই মেলায়। তবে বিক্রেতারা অধিকাংশই পুরুষ।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, ১০০ বছর আগেও এখানকার বাসিন্দারা একদিনের জন্য হলেও নারীদের নিজস্ব পরিসর তৈরির কল্পনা করেছিলেন। তা থেকেই মেলার শুরু। আমাদের মেলায় পুরুষরা ঢুকতে পারেন না। তবে যে কোনও সম্প্রদায়ের নারীর জন্য মেলার দ্বার উন্মুক্ত।