পৃথিবীর আকারের আরেকটি গ্রহের সন্ধান মিলেছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে ‘টি ওআই ৭০০ ডি’ নামের গ্রহটির বিষয়ে জানানো হয় সোমবার ।
নতুন সন্ধান পাওয়া গ্রহটির আকার পৃথিবীর সমান। এটি বসবাসের উপযোগী বলেও নাসার পক্ষ থেকে বলা হয়েছে। কারণ গ্রহটিতে রয়েছে পানির অস্ত্বিত্ব। পৃথিবী থেকে ১০০ আলোক বর্ষ দূরে এর অবস্থান।
নাসার কর্মকর্তা পল হের্টজ বলেন, নাসা টিইএসএস নামের একটি গ্রহানুসন্ধানী নভোযান পাঠিয়েছিল এবং সেটি একটি নিকটতম নক্ষত্রের কাছে এই গ্রহ খুঁজে পেয়েছে।
এর আগেও বেশ কয়েকবার গ্রহানুসন্ধানী নভোযান কেপলার স্পেস টেলেস্কোপের মাধ্যমে পৃথিবীর মত বেশ কয়েকটি গ্রহ পাওয়া গেছে বলে জানিয়েছিল নাসা। তবে ২০১৮ সালে মহাকাশে নাসার পাঠানো নভোযান টিইএসএস নামের এই প্রথম কোন গ্রহের সন্ধান দিলো।
সূত্র: আল জাজিরা