Home First Lead ভয়ানক অস্থির পেঁয়াজের বাজার, নিয়ন্ত্রণে অভিযান

ভয়ানক অস্থির পেঁয়াজের বাজার, নিয়ন্ত্রণে অভিযান

ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে অভিযান। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আগামী ৩১ মার্চ পর্যন্ত  ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সংবাদ জানাজানি হওয়ার সাথে সাথে ভয়ানক অস্থির হয়ে পড়েছে রান্নার অপরিহার্য এই অনুষঙ্গটির বাজার। অবস্থা এমন যে ক্রেতাদের এখন কেজির পরিবর্তে গ্রামের দাম হিসাব করে পেঁয়াজ কিনতে হচ্ছে।  বাসায় খাবারের টেবিলে, পাড়া-মহল্লাহর চায়ের দোকানে কিংবা বাসায় টেলিভিশন সেটের সামনে বসে বা অন্য কোনো আড্ডায় এখন আলোচনার কেন্দ্রে  পেঁয়াজের হঠাৎ দাম বৃদ্ধির বিষয়টি।  শুক্রবার দুপুর পর্যন্ত দেশি পেঁয়াজ ছিল  ১২০ টাকার মধ্যে ও ভারতীয় পেঁয়াজের দর ১০০ টাকা। সেই পেঁয়াজ শনিবার প্রতিকেজি ২০০ টাকা ছাড়িয়ে গেছে বিভিন্ন স্থানে।

অবস্থাটা কি? শনিবার দেশের অন্যতম বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে  ২০০ থেকে ২২০ টাকা প্রতিকেজি। অথচ বৃহস্পতিবার পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১০৫ টাকা। রাজধানীর বাজা‌রে কেজিপ্রতি ২২০ থে‌কে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে, যেখা‌নে বৃহস্পতিবার দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা।

ভোক্তাসাধারণ মনে করেন যে বাজার এমন অস্থির করে তুলেছেন পেঁয়াজবণিকরা। তাদের কারসাজিতে এমন অবস্থা তৈরি হয়েছে।  এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশে পেঁয়াজের অন্যতম প্রধান উৎস প্রতিবেশি ভারত। তবে, একমাত্র উৎস নয়। আরও বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হয়।

পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের ৫৭ টি টিম অভিযান চালাচ্ছে। শনিবার বেশি দামে বিক্রি করায় ১৩৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, শ‌নিবার ঢাকা মহানগরীতে অধিদপ্তরের চারটি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫৪টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারা দেশে ৫৭টি টিম কর্তৃক বাজার অভিযানের মাধ্যমে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।