Home চট্টগ্রাম পেঁয়াজ/ ছাড়পত্র ইস্যু, আরও পাইপলাইনে

পেঁয়াজ/ ছাড়পত্র ইস্যু, আরও পাইপলাইনে

ফাইল ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: পেঁয়াজের দামের উধ্র্বগতি লাগাম টানতে চট্টগ্রাম বন্দর থেকে পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করেছে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র। পাইপলাইনে আছে আরও। ভারত থেকে রপ্তানি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ার কারণে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। তবে আমদানি প্রক্রিয়া স্বাভাবিক থাকলে ও দ্রুত ছাড়পত্র ইস্যুর পর পাইকারি বাজারে পেঁয়াজের ট্রাক পৌঁছালে দাম স্বাভাবিক হবে বলে জানিয়েছিলেন চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়িরা।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) মিয়ানমার ও পাকিস্তান থেকে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে আসা ১ হাজার ৬ টন পেঁয়াজের ছাড়পত্র ইস্যু করা হয়েছে। এ পর্যন্ত এ কেন্দ্র থেকে ১ লাখ ৬১ হাজার ৪৫৭ টন পেঁয়াজ আমদানির জন্য ৩৫১টি অনুমতিপত্র (আইপি) নিয়েছেন ব্যবসায়ীরা।

হামিদউল্লাহ মিয়া মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বিজনেসটুডে২৪ কে জানান, গত দু-চারদিন ধরে খাতুনগঞ্জে পেঁয়াজের বড় বিপণিকেন্দ্র হামিদউল্লাহ মিয়া মার্কেটে চট্টগ্রাম বন্দর থেকে কোন পেঁয়াজের গাড়ি আসেনি। (৪ অক্টোবর) রবিবার রাতে বন্দর থেকে পেঁয়াজ আসতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারি বাজারে ৭৫ থেকে ৮০ টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে চাহিদা অনসারে ক্রেতারা পেঁয়াজ ক্রয় করছেন না।

নাম প্রকাশ না করার শর্তে খাতুনগঞ্জের এক ব্যবসায়ী বিজনেসটুডে২৪ কে জানান, পেঁঅজের সংকটের কারণে খাতুনগঞ্জ বাজারে ক্রেতাদের আসা যাওয়া কমেছে। টিসিবি ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করায় সেখান থেকে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ নিচ্ছেন বেশির ভাগ মানুষ।

চট্টগ্রাম কাস্টম হাউস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে দায়িত্বশীল সূত্র জানায়, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এসব চালান দ্রুত খালাসের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল জানান, এ পর্যন্ত এ কেন্দ্র থেকে ১ লাখ ৬১ হাজার ৪৫৭ টন পেঁয়াজ আমদানির জন্য ৩৫১টি অনুমতিপত্র (আইপি) নিয়েছেন ব্যবসায়ীরা। চীন, মিশর, তুরস্ক, মায়ানমার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ভারত (২০০ টন) ও পাকিস্তান- এ ১২ দেশ থেকে এসব পেঁয়াজ আনছেন তারা।