বিজনেস টুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার ক্রেতাশূন্য।
বৃহস্পতিবার পেঁয়াজের বাজার ঘুরে দেখা গেছে আড়তে ক্রেতাদের আনাগোনা নেই। ব্যবসায়ীরা জানালেন, গত কয়েকদিন ক্রেতাদের ভিড় থাকলেও বৃহস্পতিবার দিনের শুরু থেকে ভিন্নচিত্র্।
মেসার্স গ্রামীণ বাণিজ্যালয়ের মালিক বলায় কুমার পোদ্দার জানালেন, পাইকারি বাজারে পেঁয়াজের মূল্য ৫৫-৬০ টাকা। দু’দিন ধরে বাজার স্থিতিশীল। তবে, বাইরের ক্রেতারা তেমন আসছেন না।
শাহ আমানত কর্পোরেশনের মালিক মো. তারেক বলেন, অলস সময় কাটাচ্ছে দোকানের কর্মচারিরা। কারণ বাজারে ক্রেতাদের আনাগোনা নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত এক বস্তাপেঁয়াজও বিক্রি করতে পারিনি।
হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতা শূন্য হয়ে পড়েছে বাজার, গত দু’দিন ধরে পেঁয়াজের দাম ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে সীমাবদ্ধ। বৃহস্পতিবার মাত্র তিন গাড়ি (মোট ৩৯ টন) পেঁয়াজ বাজারে প্রবেশ করেছে। ভারত এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসলে দাম স্বাভাবিক হতে পারে।
খুচরা বাজারেও বিক্রি নেই পেঁয়াজের। দর প্রতিকেজি ৮০ টাকা থেকে ৮৫ টাকা। কয়েকদিন আতংকিত হয়ে অধিক পরিমানে পেঁয়াজ কিনলেও এখন আর কিনছেন না। ভারতে আটকে থাকা পেঁয়াজের চালান ছেড়ে দেয়া হচ্ছে এবং তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আমদানির সংবাদে ক্রেতারা অতিরিক্ত কেনা বন্ধ করেছেন। ভারতের পেঁয়াজ এবং আমদানি করা পেঁয়াজ আসলে দর কমে যাওয়ার সম্ভাবনায় প্রয়োজনের বেশি কেউ আর কিনছেন না।
নগরীর চেরাগী পাহাড় মোড়ের দোকানে পেঁয়াজ ক্রয় করতে আসা একজন বললেন, হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় আমাদের মত সাধারণ ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে।