পেঁয়াজ আসছে পাকিস্তান থেকে। প্রথম চালানে আসবে প্রায় ৩০০ টন। প্রায় ১৫ বছর পর পাকিস্তান পেঁয়াজ রপ্তানির অর্ডার পেলো বাংলাদেশ থেকে। ঢাকার তাসো এন্টারপ্রাইজ এ ব্যাপারে চুক্তি করেছে করাচির রোশান এন্টারপ্রাইজের সাথে।
ট্রেড ডেভেলপমেন্ট অথোরিটি অব পাকিস্তানের (টিডিএপি)’র উদ্বৃতি দিয়ে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, ঐ চুক্তির আওতায় প্রথম চালানে ১২ কন্টেইনার পেঁয়াজ রপ্তানি হচ্ছে। প্রতি কন্টেইনারে থাকবে ২৮ টন করে।
পাকিস্তানের পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছতে খরচ পড়বে কেজি প্রতি ৫৫-৫৭ টাকা। পাকিস্তানের খুচরা বাজারে যে দর তা বাংলাদেশি টাকায় কেজি ৫০ টাকার কম।