Home First Lead পেঁয়াজ আসছে তুরস্ক থেকে

পেঁয়াজ আসছে তুরস্ক থেকে

  • ৩ মাসের চাহিদা পূরণে পর্যাপ্ত মজুদ রয়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে তুরস্ক থেকে আমদানির এলসি খোলা হয়েছে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়ে বলেন, পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার  কোন কারণ নেই। দু’থেকে ৩ মাসের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে। এক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মিয়ানমার, তুরস্ক, মিশর ও চীন থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে টিসিবির মাধ্যমে এক লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে।

বলেন, দেশে দু’কারণে পেঁয়াজের দাম বাড়ছে। প্রথমত, ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দেওয়ায় দেশের বাজারে চাপ বেড়েছে। দ্বিতীয়ত, ‘পেনিক বায়িং’ তথা আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে কিনছেন ক্রেতারা।

ভারত রপ্তানি বন্ধ করে দিয়েছে এ খবরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলে মনে করেন তিনি।

টিপু মুনশি বলেন, আতঙ্কিত হয়ে যেন বেশি পেঁয়াজ না কেনেন ক্রেতারা।