বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ভারত বিশেষ ব্যবস্থায় অনুমতি দিয়েছে বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির। শনিবার থেকে এ পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করছে।
পশ্চিমবঙ্গের বসিরহাটের গোজাডাঙ্গাসহ বিভিন্ন সীমান্তে পেঁয়াজবোঝাই বহু ট্রাক অপেক্ষায় রয়েছে বাংলাদেশে প্রবেশের। আশা করা হচ্ছে সেসব পেঁয়াজ শনিবার থেকে ঢুকবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এই পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ যৌথ এক বৈঠকে বাংলাদেশে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে। আরও ১০ হাজার টনের অনুমতি দেয়া হতে পারে। ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। পণ্য প্রবেশের ছাড়পত্র নিশ্চিত করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় হিলি স্থলবন্দরের বাংলাদেশ কাস্টমস কাজ শুরু করছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় (ভারতীয় সময় ১০টা) পেঁয়াজভর্তি ট্রাকগুলোর বাংলাদেশে প্রবেশের ছাড়পত্র দিতে কাজ শুরু করে বন্দরটির ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ায় সাতক্ষীরা ও বেনাপোল স্থলবন্দর দিয়েও আজ দেশে পেঁয়াজের ট্রাক ঢুকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অভ্যন্তরীণ চাহিদা বিপরীতে যোগান ঠিক রাখতে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে এমন ঘোষণা আসতে না আসতেই অস্থির হয়ে উঠে দেশের বাজার। এক রাতের ব্যবধানে রাজধানী ঢাকার আড়তগুলোতে কেজিতে ৩০ টাকা বেড়ে যায় এই নিত্যপণ্যের দাম। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় ৮০ টাকা দরে। আর ভারতীয় পেঁয়াজের দাম বাড়ে কেজিতে ২০ টাকা পর্যন্ত। প্রতিকেজি বিক্রি হয় ৫৫ থেকে ৬০ টাকায়। অনেক আড়তদার আবার বিক্রিও বন্ধ করে দেন।