Home শেয়ারবাজার পেনিনসুলার লভ্যাংশ ঘোষণা

পেনিনসুলার লভ্যাংশ ঘোষণা

পেনিনসুলা চিটাগাং

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগং গত বছরও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এবারে একই খাতের প্রতিষ্ঠান সি পার্ল মাত্র ১ শতাংশ অর্থাৎ শেয়ারপ্রতি ১০ পয়সা লভ্যাংশ ঘোষণার পর থেকে পেনিনসুলা চিটাগং থেকেও খারাপ ঘোষণা আসবে বলে আশংকা ছিল বিনিয়োগকারিদের মধ্যে। কিন্তু সেই আশংকাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে আবারও ১০ শতাংশ  নগদ , অর্থাৎ শেয়ারপ্রতি এক টাকা লভ্যাংশ ঘোষণা করলো পেনিনসুলা।

সাম্প্রতিককালে পুঁজিবাজারে ভয়াবহ রকমের ধসেও সোমবার পেনিনসুলার এই ঘোষণা  বিনিয়োগকারিদের জন্য কিছুটা হলেও সুখবর দিলো।

 কোম্পানিসূত্রে জানা গেছে, আজ সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই ঘোষণা দেয়া হয়। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস ) হয়েছে  ৪১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ পয়সা।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় পেনিনসুলা চিটাগং। প্রথম তিন বছর ১০ শতাংশ করে, অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা করে লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৫ সালে ৫ শতাংশ বোনাস শেয়ারও দেয়া হয়। তবে ২০১৮ সালে দেয়া হয়েছিল শেয়ার প্রতি ৫০ পয়সা এবং ২০১৯ সালে ৭৫ পয়সা । করোনার কারণে গত বছর ব্যবসা খারাপ গেলেও রিজার্ভ থেকে শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ দেয়া হয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।