Home খেলাধুলা পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

বিজনেসটুডে২৪ ডেস্ক:

গোল রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে ছাপিয়ে গেলেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি একেবারে নিজের করে নিয়েছেন।

বড়দিনের আগে বার্সেলোনার সর্বশেষ ম্যাচে মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদের মাঠেই সান্তোসের জার্সিতে পেলের ৬৪৩ গোল ছাপিয়ে গেলেন মেসি, বার্সার জার্সিতে করলেন নিজের ৬৪৪তম গোল। নিজের ৬৪৪তম গোলটি করেছেন রেয়াল ভায়াদোলিদের বিপক্ষে

তেত্রিশ বছর বয়সী এই ফুটবলার বার্সা সতীর্থ পেদ্রির ব্যাকহিল থেকে বল পায়ে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে এই রেকর্ড গড়েন।

ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুম খেলা পেলে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন। ১৯৫৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত পেলে সান্তোসের হয়ে খেলেছেন।

১৯৫৬ ও ১৯৭৪ সালের মর্ধবর্তী সময়ে সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। অন্যদিকে মেসি তার ক্যারিয়ারের শুরু থেকেই আছেন বার্সাতেই। লিওনেল মেসি ২০০৫ সালে প্রথম গোল করেন বার্সার হয়ে। আর এই ক্লাবের হয়ে এখন পর্যন্ত ১০টি লা লিগা শিরোপা এবং ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ।

তবে সামনের মৌসুমে মেসি বার্সেলোনায় থাকবেন কি-না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে এবং আগামী মাস, অর্থাৎ জানুয়ারি থেকেই তিনি অন্য ক্লাবের সঙ্গে ট্রান্সফারের আলোচনায় যেতে পারবেন।