Home First Lead পোর্ট কানেক্টিং সড়ক ৫ দিনে চলাচল উপযোগী করার নির্দেশ

পোর্ট কানেক্টিং সড়ক ৫ দিনে চলাচল উপযোগী করার নির্দেশ

ছোট বড় অসংখ্য গর্ত এই রাস্তায়। কোথাও গর্তে পানি জমে ডোবার আকার ধারণ করেছে। সেই গর্তে প্রতিদিন বাস, ট্রাক, ট্রেইলর, কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহনগুলো কোথাও উল্টে পড়ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ৪ বছরেও কাজ শেষ না হওয়া পোর্ট কানেক্টিং সড়ক ৫ দিনের মধ্যে চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন।

প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বৃহস্পতিবার পোর্ট কানেক্টিং সড়কের দুরবস্থা সরেজমিনে দেখতে গিয়ে এই নির্দেশ দেন তিনি।

‘জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগ’-এর উপদেষ্টা খোরশেদ আলম সুজনের অসন্তোষ ছিল সড়কটির কাজে দীর্ঘসূত্রতা নিয়ে। কিছুদিন আগে তিনি এক বিবৃতিতে বলেছিলেন, ৩ বছরে পদ্মা সেতুর ৭০ ভাগ শেষ। কিন্তু পোর্ট কানেক্টিং সড়কের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি সিটি কর্পোরেশন। সড়কটি ব্যবহার উপযোগী হতে আর কত সময় লাগবে ?

বৃহস্পতিবার প্রশাসকের দায়িত্ব নেয়ার পর ছুটে যান সড়কটি দেখতে। নির্দেশ দেন ৫ দিনের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করতে।

গত ২৭ জুন সড়কটি নিয়ে দেয়া বিবৃতিতে তিনি যা উল্লেখ করেছিলেন-

`দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এ সড়কটির সম্প্রসারণ ও সংস্কার কাজ প্রায় চার বছরেও শেষ করতে পারেনি সিটি কর্পোরেশন। এ সড়ক দিয়ে পুরো নগরীর চলাচলের প্রায় অর্ধেক গাড়ি আমদানি রপ্তানি কাজে চট্টগ্রাম বন্দরে প্রবেশ এবং বাহির হয়। বিশেষ করে বাস, ট্রাক, ট্রেইলর, কাভার্ড ভ্যানের মতো ভারি বাহন ছাড়াও অনেক হালকা বাহনও এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক হিসেবেও যাত্রিসাধারণ ব্যবহার করে এ সড়কটি। দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কারের নামে বন্ধ থাকায় ভারি যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে  ঐ সড়কে চলাচলকারি যানবাহনগুলোর চাপ পড়ছে নগরীর অন্য সড়কগুলোতেও। আর এর প্রভাবে পুরো নগরী যানজটে স্থবির হয়ে থাকছে ঘন্টার পর ঘন্টা। ছোট বড় অসংখ্য গর্ত এই রাস্তায়। কোথাও গর্তে পানি জমে ডোবার আকার ধারণ করেছে। সেই গর্তে প্রতিদিন বাস, ট্রাক, ট্রেইলর, কাভার্ড ভ্যানের মতো ভারী যানবাহনগুলো কোথাও উল্টে পড়ছে কিংবা আটকা পড়ছে। ইতিপূর্বে পোর্ট কানেকটিং সড়কের গর্তে ভারি যানবাহন উল্টে গিয়ে প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনাও ঘটেছে। সড়কটি দীর্ঘদিন ধরে অচল থাকায় এর আশে পাশের ব্যবসা বাণিজ্যও লাটে উঠেছে। ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন দোকানদারগণ।

দুঃখের সাথে বলতে হয় এতো ব্যস্ততম একটি সড়ক কিভাবে বছরের পর বছর এতো অবহেলায় পড়ে থাকে। তাই সচেতন মহলের প্রশ্ন যেখানে পদ্মা সেতুর মতো এতো বৃহৎ প্রকল্পের কাজ তিন বছরে প্রায় ৭০ ভাগ সমাপ্ত, সেখানে পোর্ট কানেকটিং সড়ক পুরোপুরি ব্যবহার উপযোগী হতে আর কত সময় লাগবে?