Home First Lead পোশাকশিল্পের কাঁচামাল খালাসে প্রচুর বিলম্ব

পোশাকশিল্পের কাঁচামাল খালাসে প্রচুর বিলম্ব

বন্দর শেড পরিদর্শনে বিজিএমইএ নেতৃবৃন্দ

 

এলসিএল পণ্য চালানসমূহ দ্রুত ডেলিভারি নেয়ার আহ্বান  পরিচালক ( পরিবহন) ‘র

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বন্দরের অবকাঠামোগত সমস্যার কারণে পোশাক শিল্পের কাঁচামাল খালাসে প্রচুর সময়ক্ষেপণ হচ্ছে। ফলে রপ্তানিতে সমস্যা হচ্ছে।

বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকে  রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই ‘র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য বিধি প্রতিপালন পূর্বক কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে ক্রেতার চাহিদা মোতাবেক যথা সময়ে রপ্তানি সম্পন্ন করায় বর্তমানে বিদেশী ক্রেতাদের রপ্তানি আদেশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  রপ্তানি আদেশ সমূহ যথা সময়ে বাস্তবায়নে আমদানীকৃত পণ্য চালান বিশেষ করে এলসিএল পণ্য চালান দ্রুত খালাস করা জরুরী। তিনি বন্দর জেটিতে অধিক সংখ্যক এলসিএল শেড তৈরি করেসর্বোচ্চ ২/৩ দিনের মধ্যে যাতে এলসিএল পণ্য চালান খালাস করা যায় তার উদ্যোগ নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক ( পরিচালক ) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাকিবুল আলম চৌধুরী’র নেতৃত্বে বিজিএমইএ’র পরিচালক মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ সহ বিজিএমইএ’র উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন)  এনামুল করিম বলেন: চলমান করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমদানী-রপ্তানি কার্যক্রম সার্বক্ষণিক ভাবে চালু রেখেছে। বর্তমানে এলসিএল পণ্যবাহী চালান বৃদ্ধির প্রেক্ষিতে নির্ধারিত সিএফএস শেডসমূহে স্থান সংকুলান না হওয়ায় আরো ২টি সিএফএস শেড বৃদ্ধি করা হয়েছে।

তিনি আমদানীকৃত এলসিএল পণ্য চালান সমূহ দ্রুত ডেলিভারি নেওয়ার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করার জন্য বিজিএমইএ’র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পোশাক শিল্পের য আমদানি পণ্য চালান অগ্রাধিকার ভিত্তিতে খালাস এবং রপ্তানিতে কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে নির্ধারিত কাট-অফ-টাইম শিথিল করণে ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।