Home Third Lead প্রচলিত শিক্ষাব্যবস্থায় পাশের হার বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বেকারত্বের হারও

প্রচলিত শিক্ষাব্যবস্থায় পাশের হার বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বেকারত্বের হারও

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা. মিলন-মোজাম্মেল-জেহাদ কলেজে মত বিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন যে দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পাশের হার বৃদ্ধির পাশাপাশি বেকারত্বের হারও বৃদ্ধি পাচ্ছে। তাই দেশে বেকারত্বের হার কমানোর জন্য প্রচলিত শিক্ষা পদ্ধতি পরিবর্তন প্রয়োজন।

তিনি মঙ্গলবার বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা. মিলন-মোজাম্মেল-জেহাদ কলেজের নবনির্বাচিত গভর্নিং বডি ও শিক্ষকবৃন্দের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ ছৈয়দ ছগীর আহমদ। অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ আবদুল মালেক, গভর্নিং বডির সদস্য সালাহউদ্দিন, মান্না বিশ্বাস, অধ্যাপক মো. রবিউল হাছান চৌধুরী, অধ্যাপক নাসরিন আকতার প্রমুখ।

উপমন্ত্রী সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নবনির্বাচিত গভনিং বডির চলমান কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। শিক্ষকবৃন্দকে পাঠ্যবইয়ের পাঠদানের পাশাপাশি দক্ষতা ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্বারোপের জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে বিভিন্ন কারিগরি ট্রেডভিত্তিক ও স্কিলনির্ভর প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ পায়, সেজন্য শিক্ষার্থী ও অভিভাকদের মনোযোগী হতে হবে। এ কলেজে  যাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সেজন্য বিভিন্ন ট্রেডের ‍বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালুর আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি আলহাজ ছৈয়দ ছগীর আহমদ সভাপতির বক্তব্যে কলেজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান অতিথিকে বিস্তারিত অবহিত করেন। কলেজে শিক্ষার পরিবেশ বাজায় রাখার স্বার্থে আশেপাশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সমস্যা সমাধানে সহযোগিতার আহ্বান জানান।