Home আইন-আদালত দিনমজুর পিতা ও কাজের বুয়া মেয়ের নামে ব্যাংক একাউন্ট খুলে অনলাইনে প্রতারণা

দিনমজুর পিতা ও কাজের বুয়া মেয়ের নামে ব্যাংক একাউন্ট খুলে অনলাইনে প্রতারণা

দিনমজুর পিতা ও কাজের ‍বুয়া মেয়ে। ব্যাংক একাউন্ট খুলে অনলাইনে প্রতারণার মামলা তাদের বিরুদ্ধে। ছবি সংগৃহীত
নয়ন দাস,কুড়িগ্রাম :উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ববিতা বেগম রাজধানীতে বাসাবাড়িতে ঝিয়ের কাজ করেন। আর তার বাবা দিনমজুর বদিয়াল মিয়া। আর তাদের দুজনের নামে কুড়িগ্রাম জেলার পুবালী ব্যাংক উলিপুর শাখায় একাউন্ট।
অনলাইনে বিজনেস পেজের মাধ্যমে স্বর্ণালংকার ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিজ্ঞাপন দেখিয়ে তাদের একাউন্টের মাধ্যমে ১ লক্ষ ৯৬ হাজার টাকা উত্তোলন করে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি হয়েছে রংপুর কোতোয়ালী থানায়। বাদী এএসএম ইমরুল সাহেদ, পিতাঃ ওয়ালিউল ইসলাম, সাং- জুম্মাপাড়া। এজাহার নং- ২৭/৪৬২, তাং- ২০/১০/২০২৪ ইং।
আলোচ্য মামলার পর তদন্ত শূরু হলে বিষয়টি জানাজানি হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোন প্রতারক চক্র তাদের নামে ব্যাংক একাউন্ট খুলে লেনদেন করেছে। এক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্টদের যোগসাজশ বা উদাসীনতা রয়েছে বলে স্থানীয়রা মনে করেন। যোগাযোগ করা হলে উলিপুর পুবালী ব্যাংক শাখার ম্যানেজার এর সাথে সাক্ষাৎ করলে তিনি জানান, আমাদের অনলাইনে অ্যাপস এর মাধ্যমে একাউন্ট খোলা যায়। কে কি ভাবে প্রতারণা ভাবে খুলেছেন তা আমার জানা নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষ চাইলে আমরা প্রতিবেদন দিবো।

এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, এটা দুঃখ জনক ঘটনা বিষয়টি কোতয়ালী থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তার মাধ্যমে আসল রহস্য উদঘাটিত হবে।
স্থানীয় নুর ইসলাম, আবুল কালাম, সাহেব আলী, বকুল মিয়া, নাডু মিয়া সহ অনেকে জানান, ববিতা বেগম ঢাকায় অন্যের বাড়িতে ঝি এর কাজ করেন। তার পিতা বদিয়াল মিয়া এলাকায় দিনমজুরি করেন। তারা উক্ত একাউন্ট লেনদেন বা অনলাইনে ব্যবসার সাথে জড়িত নয়। তারা স্মার্ট ফোন ব্যবহার করাও জানেন না। ভুক্তভোগী সহ এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।