বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল) থেকে: চোখে না থাকলে অনুমান করা যাবে না যে কি সর্বনাশটা করা হয়েছে
উজিরপুরের হারতা ইউনিয়নের হতদরিদ্র প্রতিবন্ধীর। তার কলাবাগান কেটে একাকার করে দেয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন ঐ প্রতিবন্ধী। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায়, পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের সালাম তালুকদারের কাছ থেকে ৫ বছর মেয়াদী ২০ শতাংশ জমি বন্ধক নিয়ে কলাবাগান করে হারতা ইউনিয়নের দক্ষিণ নাথারকান্দি গ্রামের প্রতিবন্ধী শহিদুল ইসলাম। সম্প্রতি সালাম তালুকদার বন্ধকী জমি ছেড়ে দিতে বললে তখন প্রতিবন্ধী শহিদুল ইসলাম বলে জমিতে আমি কলাবাগান করেছি তা ছাড়বো কেন। উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এমনকি সালাম তালুকদার প্রতিবন্ধী শহিদুলকে পরবর্তীতে দেখে নেয়ার হুমকী দিয়ে চলে যান।
এরই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারি সন্ধা ৬টায় প্রভাবশালী সালাম তালুকদার তার এলাকার কাদের তালুকদার, জাহিদ তালুকদার ও দক্ষিণ হারতার মনির আকনকে নিয়ে প্রতিবন্ধী শহিদুল ইসলামের কলাবাগান কেটে তছনছ করেছে। এসময় বাধা দিলে প্রতিবন্ধী শহিদুল ইসলামের উপর হামলা চালায়। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবন্ধীর রোপন করা প্রায় ৪ শতটি কলাগাছ কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। প্রতিবন্ধী শহিদুল ইসলামের স্ত্রী সামসুন্নাহার বেগম বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সালাম তালুকদার বিষয়টি এড়িয়ে যান।
অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।