বিজনেসটুডে২৪ ডেস্ক:প্রেম দিবসে সাত পাকে বাঁধা বললেন রাজ বব্বর পুত্র প্রতীক বব্বর। নবদম্পতির এবং বিবাহ বাসরের ছবি সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল। ধুমধাম করে বিয়ে করলেও বাবাকে নিমন্ত্রণ করেননি প্রতীক। তবে শুধু বাবা নন, সৎ মা এবং সৎ ভাইবোনদের বিয়ের নিমন্ত্রিতদের তালিকা থেকে সরিয়ে রেখেছিলেন অভিনেতা।
১৪ ফেব্রুয়ারি প্রিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন রাজ বব্বর পুত্র প্রতীক বব্বর। স্পেশাল দিনের বেশ কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, প্রতিটা জন্ম তোমায় বিয়ে করতে চাই।
প্রতীক যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে প্রিয়া পরে রয়েছে একটি রেশম এমব্রডারি করা ফিশটেইল স্কার্ট, যেটি স্ফটিক, মুক্তো এবং পুঁথি দিয়ে সুসজ্জিত।
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা লেহেঙ্গায় সেজে উঠেছিলেন প্রিয়া। তবে শুধু প্রিয়া নয়, প্রতীকও সেজে উঠেছিলেন তরুণের ডিজাইন করা পোশাকে।
প্রতীক পরেছিলেন একটি সিল্কের শার্ট, ধুতি এবং একটি কোমর বন্ধনী। শার্টের উপর অভিনেতা পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের জ্যাকেট, যাতে সূক্ষ্ম চিকনকারির কাজ ছিল।
পোশাকের সঙ্গে মানানসই গয়না পরতে দেখা যাচ্ছে দুজনকেই। খুরানা জুয়েলারি হাউজের কাস্টমাইজ করা অলংকারে একটি রাজকীয় লুক তৈরি হয়েছিল।
প্রতীকের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৯ সালে ২৩ জানুয়ারি সান্যা সাগরকে বিয়ে করেছিলেন তিনি। এক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়।
গত বছর লকডাউনের সময় প্রিয়ার সঙ্গে সম্পর্কের কথা সকলের সামনে আনেন প্রতীক।