বিজনেসটুডে২৪ ডেস্ক:
নতুন মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে স্পেনের সেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। গতকাল শুক্রবার কাতালান শহরে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ।
ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, লুইস সুয়ারেজদ, গ্যারেথ বেল ও ডি মারিয়ার মতো তারকাদের অনুপস্থিতিতে লড়াইটা কতটা রোমাঞ্চকর হয়, সেটা দেখার অপেক্ষায় ফুটবলভক্তরা।
লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে হারলেও চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় পেয়েছে বার্সা। ছন্দে আছেন আনসু ফাতি-লিওনেল মেসি। তাই রিয়ালের বিপক্ষে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে কোম্যান শিষ্যদের।
ছন্দে নেই রিয়াল। তবুও ঘুরে দাঁড়ানোর জন্য এল ক্ল্যাসিকোকেই আদর্শ মানছেন কোচ জিনেদিন জিদান। ভালো খেলার আশ্বাস দিয়ে ফরাসি কোচ বলেন, ‘পরিস্থিতি পাল্টে দেওয়ার এটাই সবচেয়ে ভালো উপায়।
শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে।