বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: সাধারণ ছুটির সময়সীমা বাড়ানোর প্রেক্ষিতে চা নিলাম সূচিও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুসারে মওসুমের প্রথম নিলামটি অনুষ্ঠিত হবে ১৮ মে চট্টগ্রামে।
নিলামটি হওয়ার কথা ছিল ১৩ মে। বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে, সাধারণ ছুটি বৃদ্ধি করায় টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি)‘র অনুরোধে নিলামসূচি মঙ্লবার সংশোধন করা হয়েছে। ১৩ মে তারিখের নির্ধারিত নিলামটি হবে ১৮ মে। এর ক্লোজিং ১০ মে। আর ১৯ মে’র নির্ধারিত নিলামটি হবে না।
নির্ভরযোগ্য সূত্র জানায়, রমজান মাসের মধ্যে আর কোন নিলাম হবে না। ঈদের পরে পরবর্তী নিলামগুলো হবে।
স্বাস্থ্যবিধি মেনে নিলাম পরিচালনা করতে বলা হয়েছে। নিলাম শুরুর আগে এবং পরে অকশন হাউস জীবানুনাশক স্প্রে দিয়ে পরিশোধন করে নিতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কমপক্ষে ৭ ফুট পরপর বসার ব্যবস্থা করতে হবে। আর এভাবে বসার ব্যবস্থা করতে গিয়ে যদি জায়গা সংকুলান না হয় তাহলে বড় কোন হলরুমে নিলাম কেন্দ্র শিফট করতে হবে। আর নিলাম চলাকালে কেবল অপরিহার্য জনবলের উপস্থিতি নিশ্চিত রাখতে হবে।
গত মওসুমে নির্ধারিত নিলাম ছিল ৪৫টি। এর ৩৪টি চট্টগ্রামে এবং ১১টি শ্রীমঙ্গলে। রেকর্ড উৎপাদনের কারণে অফারিং বেড়ে যাওয়ায় দু’টি নিলাম বাড়ানো হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে টি সেলস কো অর্ডিনেশন কমিটির সিদ্ধান্তে সে দু’টি নিলাম আর হয়নি পরবর্তীতে। সেই নিলামের জন্য ক্যাটালগভুক্ত চা আউট লটে বিক্রির অনুমোদন দেয় চা বোর্ড।
২০২০-২১ নিলাম বর্ষের চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের পূর্ণাঙ্গ সূচি শিগগির প্রকাশ করবে টি সেলস কো অর্ডিনেশন কমিটি।