বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দুষণ রোধে প্রণীত মাষ্টার প্ল্যান এর বাস্তবায়ন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম দৃষ্টিনন্দন শহর হবে। চট্টগ্রাম বাংলাদেশের ইকোনমিক হাব। গড গিফটেড অপরচুনিটি রয়েছে। আউটার রিং রোড, কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ করতে পারলে হাজার হাজার পাঁচ তারকা হোটেল হবে। এর জন্য রকেট সায়েন্সের দরকার হবে না। শুধু চট্টগ্রাম পর্যটন খাত দিয়ে পুরো দেশকে এগিয়ে নেবে। তবে অবকাঠামো যাতে আগামী দিনের দুর্ভাগ্য ডেকে না আনে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের ব্যাপারে আন্তরিক। তাই এত প্রকল্প ও টাকা দিয়েছেন। আরও দেবেন যদি কাজে লাগাতে পারি। আগে মহিউদ্দিন চৌধুরী বলতেন, ইনকাম জেনারেট করতে হচ্ছে। এখন সরকার সহায়তা দিচ্ছে।
সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হলাল উদ্দিন চৌধুরী, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম, সেবা, চসিক প্রশাসক খোরশেদ আলম সূজন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি (উপ-সচিব) ও সরকারের বিভিন্ন প্রতিষ্টানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।